ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম পর্নোগ্রাফি মামলায় আটক

    0
    191

    আমারসিলেট24ডটকম,০৫জানুয়ারীঃ একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। সালামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে বলে আজ মঙ্গলবার সকালে উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।এর আগে ভোররাতে কারওয়ানবাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নিচতলা থেকে সালামকে ধরে নেয় গোয়েন্দারা।
    ইটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক অখিল পোদ্দার বলেন, রাত সাড়ে ৩টার দিকে ইটিভি চেয়ারম্যান সালাম গুলশানে বাসায় যাওয়ার উদ্দেশে অফিস থেকে বের হন। গাড়ি নিয়ে রাস্তায় নামলেই গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরা একদল লোক তার পথ আটকায়।
    সাবদুস সালামের গাড়িচালক বাদল জানান, রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানকে নিয়ে পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০-১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে এবং বলে, আপনি কি সালাম ভাই। পরিচয় নিশ্চিত হওয়ার পর গাড়ি থেকে তাকে নামতে বলে।
    তিনি না নামায় চালক (বাদল) গাড়ি (মার্সিটিজ ব্র্যান্ড, ঢাকা মেট্রো-ভ ১১-০৬৩৯) টান দিয়ে নিয়ে যেতে চাইলে একজন চালককে কলার ধরে টেনে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকধারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায় এবং বলে যায় ডিবি অফিসে নিয়ে যাচ্ছি। ওই ১০-১২ জনের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল এবং সবাই সাদা পোশাকে থাকলেও একজন ডিবি লেখা কটি পরে ছিল।

     উল্লেখ্য,ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফি অ্যাক্টের একটি মামলায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশিনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে বলে  পরে জানিয়েছেন ডিবি’র ডিসি (মিডিয়া উইং) মাসুদুর রহমান।  এর আগে  সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজারের ইটিভির নিজ কার্যালয় থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় আব্দুস সালামকে ১০/১২ জন ব্যক্তি গাড়িসহ নিয়ে যায়। এ সময় তার গাড়ি চালককে নামিয়ে দেয়া হয়।