ইকোনমিক জোন স্থাপন বন্ধের দাবীতে চা শ্রমিকদের ধর্মঘট

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুরে ইকোনমিক জোন স্থাপন বন্ধের দাবীতে চান্দপুর, বেগমখান ও জোয়ালভাঙ্গা চা শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে। চান্দপুর চা বাগান প্রবেশ মুখে শ্রমিকরা সমবেত হয়ে বলেন, আমরা আগামী ১ তারিখ পর্যন্ত এক ঘন্টা করে কর্মবিরতি পালন করব।

    গত সোমবার ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং এ স্মারকলিপি সারা বাংলাদেশের সব উপজেলায় পৌছে দিয়েছি। আগামী ১ জানুয়ারীর মধ্যে আমাদের দাবী মানা না হলে আমরা ঢকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে সড়ক অবরোধ করব। সারা বাংলাদেশের চা শ্রমিকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের এ আন্দোলনকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

    এ বিষয়ে চা শ্রমিক নেতা চান্দপুর ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ইউপি সদস্য নৃপেন পাল বলেন, আমরা জেলা প্রশাসক বরাবর ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু কোন ফলাফল পাইনি। তাই আমরা আবারও এক ঘন্টা করে কর্মবিরতি পালন শুরু করেছি।

    আগামী ১ জানুয়ারীর মধ্যে আমাদের দাবী মানা না হলে আমরা আগামী ২ জানুয়ারী ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে সড়ক অবরোধ করব। এখন পৌরসভা নির্বাচন থাকায় আমরা আন্দোলন কিছুটা শিথিল করেছি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, পৌরসভা নির্বাচনের পরপরই শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।