ইউনিসেফ প্রতিনিধিদের শ্রীমঙ্গলে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারীআজ বুধবার দুপুরে ইউনিসেফ ডোনার প্রতিনিধিদল মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলের  ইজারাগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম ও সংশ্লিষ্ট রেজিষ্টার সমূহ পর্যবেক্ষণ করেন এবং কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জনাব মোহাম্মদ মহিউদ্দিন এর সাথে সেবা কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় করেন।

    প্রতিনিধিদল সিসিতে আগত মা ও নবজাতকের পুষ্টিকার্যক্রম বিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ করেন। সিসিতে আগত বিভিন্ন বয়সী মহিলাদের সাথে পুষ্টিবিষয়ক মতবিনিময় করেন। প্রতিনিধিদল সিসির সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সিএইচসিপি মোহাম্মদ মহিউদ্দিনের ভূয়শী প্রশংসা করেন । প্রতিনিধি দলে ছিলেন অনুরাধা নারায়ন (চিফ নিউট্রিশন সেকশন, ইউনিসেফ) অগাস্টিন ফ্লরি (নিউট্রিশন এক্সিকিউটিভ ডাইরেক্টর), সোল মরিস (নিউট্রিশন ডাইক্টের, সিআইএফএফ)।

    এদের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা (শ্রীমঙ্গল) ডা. জয়নাল আবেদিন টিটো, ডা. সাদি, লুৎফুর রহমান, জাহিদুল ইসলাম (সিজি সভাপতি), সাখাওয়াত হোসেন (জমিদাতা), নজরুল ইসলাম, মৌসমুী আক্তার ঝুমা সহ আরো অনেকে।