আসাদ জীবন দিয়ে মুক্তিযুদ্ধকে তরান্বিত করেছিলেনঃমেনন

    0
    179

    আমারসিলেট24ডটকম,২০জানুয়ারীঃ ’৬৯ এ শহীদ আসাদ রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতার সিড়ি তৈরী করেছিলেন। আসাদের- জীবনদানের মধ্য দিয়ে আয়ুবী স্বৈরশাসনের পতন ঘটেছিল। তাঁর চেতনা এখনও প্রজ্জলিত।

    অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার লড়াই সহ গরীব মেহনতী মানুষের স্বার্থের রাজনীতি এগিয়ে নিতে হলে শহীদ আসাদকে স্মরণ করতে হবে। বাংলাদেশে মৌলবাদী জংগীবাদী শক্তি ও বিএনপি জামাতের ষড়যন্ত্র ছিন্ন করতে ঐ চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। শহীদ আসাদের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তাকে স্মরণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী জননেতা রাশেদ খান মেনন উপরোক্ত বক্তব্য রাখেন।

    শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লা এমপি, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান এমপি, ঠাকুরগাঁ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এমপি, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায় সহ ঢাকা নগরের নেতৃবৃন্দ।