আল্লাহ তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করেছেনঃতুরস্কেকে পুতিন

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “মনে হচ্ছে তুরস্কের ক্ষমতাসীন নেতাদের একটি অংশের মতিগতি নষ্ট করে দিয়ে আল্লাহ তাদের কঠোর শাস্তি দেয়ার ব্যবস্থা করেছেন।” রুশ সংসদে দেয়া বার্ষিক ভাষণে পুতিন এ মন্তব্য করেছেন।

    তিনি আরো বলেন, “রাশিয়া বেশিরভাগ স্পর্শকাতর বিষয়ে তুরস্ককে সহায়তা করতে প্রস্তুত রয়েছে এবং দেশটির মিত্রদের চেয়েও অনেকে বেশি সহায়তা করবে মস্কো; কিন্তু আল্লাহই ভালো জানেন কেন আংকারা রুশ বিমান ফেলে দেয়ার মতো কাজটি করেছে।”

    পুতিন হতাশা ব্যক্ত করে বলেন, দৃশ্যত মনে হচ্ছে তুরস্কের ক্ষমতাসীন নেতাদের একটি অংশের মতিগতি নষ্ট করে দিয়ে আল্লাহ তাদের কঠোর শাস্তি দেয়ার ব্যবস্থা করেছেন।

    রুশ বিমান ভূপাতিত করায় তুরস্কের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে এ সময় ঘোষণা করেন তিনি। এছাড়া, সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের তেল বাণিজ্য রয়েছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট পুতিন। তবে, বিমান ভূপাতিত করার ঘটনায় মস্কোর ক্ষোভ তুরস্কের জনগণের প্রতি নয় বরং দেশটির বিশেষ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বলে জানান তিনি। এছাড়া, রুশ পাইলট হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘ মেয়াদি ফল ভোগ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট।

    তিনি আরো বলেন, তুর্কি পদক্ষেপের জবাবে রাশিয়া যুদ্ধংদেহী নীতি গ্রহণ করবে না তবে, বিমান ভূপাতিত করার ঘটনায় মস্কোর প্রতিক্রিয়া কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও ঘোষণা করেন পুতিন। ইরনা