আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর ইন্তিকালে আহলে সুন্নাত মৌলভীবাজারের শোক ও প্রার্থনা

0
1118
আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর ইন্তিকালে আহলে সুন্নাত মৌলভীবাজারের শোক ও প্রার্থনা

“মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ ইং তারিখ আছরের আজানের সময়ে তিনি মহান আল্লাহ্‌র ডাকে সাড়া দিয়ে মালিকের দিকে ফিরে যান। রেজভী হুজুরের জানাজা হবে মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ ইং তারিখ আছরের আজানের সময়ে তিনি মহান আল্লাহ্‌র ডাকে সাড়া দিয়ে মালিকের দিকে ফিরে যান। তিনির জানাজা হবে বুধবার ২৮ জুলাই সকাল ১১ টায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণ

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (রহঃ),ছবি সংগৃহীত

মিনহাজ তানভীরঃ আহলে সুন্নাতের প্রধান উপদেষ্টা, দেশের শীর্ষস্থানীয় প্রবীন আলেমেদ্বীন, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা, শমশীরে আহলে সুন্নাত ওয়াল জমা’আত, খলীফায়ে দরবারে আলা হযরত, আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর (রহঃ) ইন্তিকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলার সভাপতি আলহাজ্ব পীর আলী নুরুল্লাহ শাহ, সহ-সভাপতি মাওলানা হারিছ আলকাদরী, সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মুহিত হাসানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিছুল ইসলাম আশরাফীসহ জেলা আহলে সুন্নাতের নেতৃবৃন্দ এক বার্তায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে শময়ে বাংলার ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। তাঁর এ বিয়োগে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় আহলে সুন্নাতের নেতৃবৃন্দ আরও বলেন, আল্লামা ইদ্রিস রেজভী (রহঃ) একজন সুন্নীয়তের অন্যতম অবিভাবক ও নিবেদিত প্রাণ ছিলেন। অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম বিরোধী আকায়েদের মোকাবিলায় অনন্য ভূমিকা রেখে গেছেন। ১১৩ বছর অতিবাহিত জীবনের অধিকাংশ সময় আহলে হক তথা আহলে সুন্নাতের সঠিক তথ্য ও তাত্বিক বক্তব্য এবং লেখনির মাধ্যমে সুন্নীয়তের যে প্রভূত খেদমত করে গেছেন তা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ্‌র দরবারে প্রার্থনা জানিয়ে বলেন,পবিত্র ইসলামের খেদমতে জীবন উৎসর্গকারী শতবর্ষী এই আলেমের শ্রম ও সাধনাকে কবুল করে মহান আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন। একই সাথে পরিবার, ভক্তকুলসহ সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ ইং তারিখ আছরের আজানের সময়ে তিনি মহান আল্লাহ্‌র ডাকে সাড়া দিয়ে মালিকের দিকে ফিরে যান।তিনির জানাজা হবে বুধবার ২৮ জুলাই সকাল ১১ টায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে।