আর মাত্র ক’দিন বাকি শারদীয় দুর্গা পূজার

    0
    265

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯অক্টোবর,আলী হোসেন রাজন: শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর মাত্র ক’দিন বাকি। শেষ মূহুর্তে প্রতিটি পাড়া-মহল্লায় জোরেশোরে চলছে প্রতিমা তৈরির কাজ। মৌলভীবাজারে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এবার জেলার ৭টি উপজেলায় আটশত উনিশ টি মন্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।

    সময়ের দ্বারপ্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। তাই দিন-রাত সমানতালে কাজ করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের প্রতিমা শিল্পীরা। তৈরি করছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, মহিষ, সিংহের মৃন্ময় মূর্তি। প্রতিমার সৌন্দর্য আর চাকচিক্য নিয়ে প্রতিবছরের মতো এবারও মন্ডপগুলোর মধ্যে চলছে নীরব প্রতিযোগিতা। এবছর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৮১৯টি সার্বজনীন মন্ডপে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার আরাধনা। এছাড়াও প্রায় দুই শতাধিক ব্যক্তিগত মন্ডপে পূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে।

    এবারও ব্যতিক্রম নয় সদর উপজেলার ত্রিনয়ণী-শিব বাড়ী পূজা মন্ডপ। সত্যযুগের কাহিনী অবলম্বনে গণেশের জন্মতত্ত্ব ফুটিয়ে তুলতে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও এখানে তৈরি হচ্ছে অর্ধশতাধিক মূর্তি। ঐতিহ্য আর সাজসজ্জা মাথায় রেখে শৈল্পিক কারুকাজ ফুটিয়ে তুলতে নাওয়া-খাওয়া বাদ দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।

    নির্বিঘেœ পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে বলো জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, ।

    সকলের সহযোগিতায় সনাতন সম্প্রদায়ের এ উৎসব যেন সকল সম্প্রদায়ের মধ্যে মিলনমেলায় রূপ নেয়, এমন আশা ব্যক্ত করেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিহির কান্ত দাস (মিন্টু), ।

    এখনও পর্যন্ত বছরের পর বছর মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছে। আদ্যাশক্তি মহামায়ার আগমনে ধরনীতে সুখ-শান্তির বাণী প্রচার হবে -এমনটিই প্রত্যাশা জেলার সনাতন ধর্মাবলম্বীদের।