আরো কঠোর কর্মসূচিঃঅজ্ঞাত স্থান থেকে সালাহউদ্দিন

    0
    204

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকার আগামীকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির মধ্যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নির্বাচনের তফসিল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ১৮দলীয় জোটের টানা ১৩১ ঘন্টার অবরোধের ৫ম দিন বুধবার অজ্ঞাত থেকে ভিডিও বার্তায় বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন এ হুঁশিয়ারি দেন। বিরোধী জোটের দ্বিতীয় দফা অবরোধ শেষ হওয়ার কথা আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টায়।
    অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো সালাহউদ্দিনের এক ভিডিও বার্তায় বিএনপি যুগ্মমহাসচিব সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে। একতরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্ঘাতের পথ পরিহার করুন। বৃহস্পতিবারের মধ্যে দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।
    অপরদিকে গত শনিবার ভোর ৬টায় শুরু হওয়া বিরোধী জোটের দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি প্রথমে গত মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা ও দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করার পর সালাহউদ্দিন আগামী বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কর্মসূচি বাড়ানোর কথা জানান। দুদফা অবরোধ কর্মসূচিতে সারাদেশে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিপুলসংখ্যক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তাছাড়া রেললাইনে নাশকতা ও যানবাহনে ছোঁড়া বোমায় হতাহত হয়েছে অনেক মানুষ।