আরব দেশগুলোই ইসরাইলের কাছ থেকে সাহায্য নিচ্ছে

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,এপ্রিলঃ  ইহুদিবাদী ইসরাইলের দৈনিক ইয়েলি জানিয়েছে, ইয়েমেনে সৌদি সামরিক অভিযানে অংশ নিয়েছে ইসরাইলি জঙ্গি বিমান।

    দৈনিকটি গতকাল (শুক্রবার) লিখেছে, ইসরাইলি বিমান বাহিনীর প্রধান অমির এ্যাশেল বলেছে, ইসরাইলের বিমান সেনারা এখন ইয়েমেনে হুথিদের অবস্থানগুলো ধ্বংসের কাজে অংশ নিচ্ছে যাতে দেশটির ওপর আরব দেশগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করা যায়।

    অমির এ্যাশেল আরও বলেছে, ইসরাইল যে আরব দেশগুলোর মধ্যে টিউমার বা অসুস্থ এক অঙ্গ নয় আমরা আজ তা বিশ্ববাসীর কাছে প্রমাণ করবো, বরং এখন আরব দেশগুলোই তাদের অন্যতম বন্ধুর হাত থেকে আত্মরক্ষার জন্য ইসরাইলের কাছ থেকে সাহায্য নিচ্ছে!

    ইসরাইলি দৈনিক ইয়েলি আরও লিখেছে, ‘সৌদি বিমান কমান্ডাররা প্রথম দিকে ইয়েমেনের ওপর হামলায় ইসরাইলি জঙ্গি বিমানের অংশ নেয়ার বিরোধিতা করেছিল, কিন্তু ইসরাইলি পাইলটদের সাহসিকতা দেখার পর তারা মত পাল্টায়। মুহাম্মাদ আহমাদ নামের এক সৌদি বিমান-সেনা কমান্ডার ইয়েমেনের হুথিদের ওপর ত্রিশ হাজার ফিট উঁচু থেকে একজন স্টারধারী ইসরাইলি পাইলটের বোমা বর্ষণের সাহসিকতায় মুগ্ধ হয়েছেন বলে জানান!’

    ‘মার্কিন সরকারের জানা উচিত ইহুদিরাই মুসলমানদেরকে তাদের বিদ্রোহী বন্ধুদের হত্যার কাজে সহায়তা করছে, হোয়াইট হাউজ নয়!’- মন্তব্য করেছে ইসরাইলি দৈনিক ইয়েলি।

    এর আগেও ইয়েমেনে সৌদি আগ্রাসনে ইসরাইলি জঙ্গি বিমানের অংশ গ্রহণের খবর বিশ্বের নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল।ইরনা