আরব আমিরাতের বিপক্ষে সহজ জয় বিপাশা-সানজিদাদের

    0
    237

    আমারসিলেট24ডটকম,১৭অক্টোবরঃ এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলের সহজ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতে ওঠে বিপাশা-সানজিদারা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।দেশের পক্ষে বিপাশা মালি ও সানজিদা আক্তার দুটি করে এবং কৃষ্ণা রানি ও লিপি একটি করে গোল করেন।
    আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকে বাংলাদেশের মেয়েরা চড়াও হয়ে খেলতে থাকে। গোলের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬ মিনিটে বিপাশা মালি গোলের সূচনা করেন। বাম প্রান্ত থেকে কৃষ্ণা রানির পাসে বিপাশা মালি দক্ষতার সাথে গোল আদায় করে নেন (১-০)।

    ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সানজিদা আক্তার। মিডফিল্ডার রাজিয়ার কাছ থেকে বল পেয়ে সানজিদা গোল করেন (২-০)।

    ২৩ মিনিটে সানজিদা আক্তার নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। বিপাশা মালির কাছ থেকে বল পেয়ে সানজিদা আক্তার বল জালে পাঠাতে ভুল করেননি (৩-০)। ৪২ মিনিটে কৃষ্ণা রানির গোলে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে লাল-সবুজ পতাকাধারীরা।

    ৬৮ মিনিটে বিপাশা মালি আরো একটি গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৯০+১ মিনিটে বদলি খেলোয়াড় লিপির অসাধারণ গোলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

    বাংলাদেশ তাদের প্রথম খেলায় শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে পরাজিত করেছিল।

    এ ম্যাচ জয়ের ফলে টানা দ্বিতীয় জয়ে দুই খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ইরান।বাংলাদেশ তাদের তৃতীয় খেলায় আগামী ১৯ অক্টোবর রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।