আমি গরুর গোশত খাই:ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মেঃ ভারতে গরুর গোশত নিষিদ্ধ করার বিরোধিতা করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেছেন, ‘আমি গরুর গোশত খাই, আমাকে কেউ বাধা দিতে পারে?’

    কয়েকদিন আগেই কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি হিন্দি গণমাধ্যম ‘আজতক’ আয়োজিত ‘মন্থন’ নামক অনুষ্ঠানে মন্তব্য করেন, ‘যদি কেউ গরুর গোশত না খেতে পেয়ে মারা যায়, তাহলে তিনি পাকিস্তানে বা আরব দেশে চলে যান। এদেশে তার কোনো স্থান নেই। ভারতে গরুর গোশত পাওয়া যাবে না।’ নাকভি’র এ ধরণের মন্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি অরুণাচল প্রদেশের বাসিন্দা এবং আমি গরুর গোশত খাই। আমাকে এ থেকে কেউ বাধা দিতে পারে? এজন্য আমাদের কারো অভ্যাস নিয়ে কোনো কথা বলা উচিত নয়।’

    রিজিজু বলেন, ‘আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। কখনো কখনো এমন বিবৃতি দেয়া হয়, যার কোনো ভিত্তি নেই। যদি কোনো মিজো খৃস্টান বলে এই পৃথিবী যীশু’র, তাহলে পাঞ্জাব বা হরিয়ানায় বসবাসকারী কোনো ব্যক্তির সমস্যা হবে কেন? আমরা সর্বত্রই সকলের অনুভুতিকে সম্মান করে থাকি।’

    রিজিজু জানান,‘যদি, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের মত হিন্দু অধ্যুষিত রাজ্যে তারা যদি হিন্দু বিশ্বাস অনুযায়ী আইন তৈরি করতে চায়, তাহলে তাদের তা করতে দেয়া হোক। কিন্তু যেসব রাজ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে আমরা বসবাস করি, আমাদের সেটা করতে দেয়া উচিত, যা আমরা করতে চাই। এজন্য কারো এ কথায় সমস্যা হওয়া উচিত নয় যে, আমরা কিভাবে বসবাস করব এবং কি খাব।’

    তিনি বলেন,‘এ দেশে বিভিন্ন জাতি, ধর্ম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে থাকে, আমাদের পারস্পরিক অভ্যাসের সম্মান করা উচিত। কারো অন্যদের অনুভূতি এবং অভ্যাস নিয়ে চাপ সৃষ্টি করা উচিত নয়। এজন্য যদি কেউ তার নিজের অভ্যাস এবং ভাবাবেগ অন্য কারো উপর জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাহলে তা কোনো ভাবেই ভাল কথা নয়।’

    কেন্দ্রীয় বিজেপি সরকারের মতবিরোধকে কাজে লাগিয়ে টুইটারে কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ কটাক্ষ করে বলেছেন,‘মোদী সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা কিরেণ রিজিজু বলেছেন, আমি গরু মাংস খাই। তাহলে মুখতার  আব্বাস নাকভি কখন নিজেদের মন্ত্রীকে পাকিস্তানে পাঠাচ্ছেন’?

    প্রসঙ্গত,কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভির বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আগেই বলেছেন, ‘দায়দায়িত্ব বুঝে সবাই কথা বলবেন, এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীও এটা বারবার বলেছেন।’

    এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু অপর মন্ত্রী মুখতার আব্বাস নাকভির করা মন্তব্যের তীব্র বিরোধিতাই শুধু করেননি, তিনি নিজে খোদ গরুর গোশত খান, এবং এজন্য কেউ তাকে বাধা দিতে পারে না বলে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার সারা দেশ জুড়ে গরু জবাই বন্ধের যে চেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টাও অনেকটা ধাক্কা খাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।সুত্রঃইরনা