“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” শুরু

    0
    234

    আমারসিলেট24ডটকম,০১ফেব্রুয়ারীঃ  আজ থেকে শুরু হচ্ছে শোক, মহান ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারি। এ মাসেই দেখা মিলবে একুশে ফেব্রুয়ারি রাত্রির বৃন্ত থেকে ছিনিয়ে আনা এক আলো ঝলমল সকালের। যার স্পর্শে বাঙ্গালীর চেতনা শানিত ও বিকশিত হয়ে জাতি আজ স্বাধীকারে স্বাদ লাভ করেছে।

    আজ পহেলা ফেব্রুয়ারী শনিবার থেকে মহান ভাষা আন্দোলনের মাস, নিজ মাতৃ ভাষা ভালোবাসার মাস ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এটি পুরো বাঙালি জাতির ঐতিহাসিক শোক, শক্তি আর গর্বের মাস। মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জনের মাস এই ফেব্রুয়ারি। মাতৃভাষায় কথা বলার দাবি আদায়ের জন্য বুকের রক্ত ঢেলে দেয়ার মাস এই ফেব্রুয়ারীই।এ মাসের পথ ধরেই আসে কাংখিত স্বাধীনতা।
    ফেব্রুয়ারি মাস তাই বাঙ্গালী জাতির অনন্ত প্রেরণার উৎস। এ মাসটির সাথে মিশে গেছে বাঙ্গালীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য আর বীরত্ব গাঁথা। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের মুখের ভাষার জন্য এদেশের দামাল ছেলেরা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন। পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্টি রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে সংখ্যাগরিষ্ঠ বাঙ্গালির উপর চাপিয়ে দিতে চাইলে এদিন রফিক, সালাম, বরকত আর শফিক নিজেদের জীবন দিয়ে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষা করেন।
    সেদিনের সেই আত্মত্যাগ বৃথা যায়নি। আজ বাঙ্গালীর এই বীরত্ব গাঁথার ইতিহাস ছড়িয়ে গেছে বিশ্বময়। বাঙ্গালীর একুশে ফেব্রুয়ারি এখন আন্তজার্তিক মাতৃভাষা দিবস নামে পালিত হয় পৃথিবীর অনেক দেশে। সারা পৃথিবীর মানুষ জানে বাঙ্গালীর সেদিনের সেই আত্মত্যাগের কথা । আজ থেকে সারাদেশে ধ্বনিত হবে কালজয়ী সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’
    আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী একুশের বই মেলাসহ সাড়া দেশে  নানা অনুষ্ঠান। ভাষার মাসে দেশের সব স্থান মুখরিত থাকবে বৈচিত্রময় সাংস্কৃতিক সব কর্মকান্ডে। সৃজনশীল ও উদ্দীপনামূলক আমেজ বিরাজ করবে  সাড়া দেশে।