আমরা পরামর্শ নিতে পারি কারো ‘নির্দেশ’ মানবো নাঃনাসিম

    0
    253

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বরঃ আসন্ন দশম জাতীয় নির্বাচন ঠেকাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংকট নিরসনে আওয়ামী লীগ বিদেশিদের “সহযোগিতা ও পরামর্শ” নিতে পারে, তবে কারো ‘নির্দেশ’ মানবে না। মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ১৪ দলের বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
    নাসিম বলেন, আওয়ামী লীগ কারো কাছে নত স্বীকার করার দল নয়। শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তা মেনে নেবে না।
    নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে মোহাম্মদ নাসিম বলেন, ঘোষিত তফসিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ৫ জানুয়ারি নির্বাচন হবে। বিএনপি-জামায়াত জোট যত আন্দোলন করুক, ওই নির্বাচন প্রতিহত করার ক্ষমতা তাদের নেই।
    কাদের মোল্লার রায় কার্যকর প্রসঙ্গে নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবেই। এটি বানচালে নৈরাজ্যের চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন।১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়।