আবুধাবিতে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যুঃবাংলাদেশি ও রয়েছে

    0
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ফেব্রুয়ারী: মধ্য প্রাচ্যের সংজুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায়  কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে  একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ সময় বাংলাদেশিসহ কমপক্ষে ৩০ জন দগ্ধ হয়েছে। শুক্রবার  দিনে এ ঘটনাটি ঘটেছে। এ  ঘটনায় নিহতদের অধিকাংশই চট্টগ্রামের অধিবাসী বলে জানা গেছে।

    শুক্রবার স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে। ওই এলাকায় বাংলাদেশের চট্টগ্রামের ও ভারতীয় কিছু লোকজন থাকতেন বলে জানা গেছে।

    এ বিষয়ে জানতে চাইলে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘আবুধাবির কাছেই শিল্পনগর মোসাফফাহ এলাকায় টায়ার নির্মাণকারী একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। এতে আট-নয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

    এর মধ্যে কতজন বাংলাদেশি? জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কয়জন বাংলাদেশি। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।’

    দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লোকজনের মরদেহ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তবে তাদের শরীর পুরোটা পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।আপডেট