আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করতে গেছেন দুই আইনজীবী

    0
    191

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বরঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করতে গেছেন তাঁর দুই আইনজীবী।আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আবদুল রাজ্জাক ও তাজুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে জনা গেছে।

    গতকাল সোমবারে কাদের মোল্লার পরিবার ও আইনজীবীরা জানিয়েছিলেন, রায়ের রিভিউ আবেদন ও অন্যান্য আইনি ব্যাপার নিয়ে তাঁরা কাদের মোল্লার সঙ্গে দেখা করবেন। গতকাল কাদের মোল্লার স্ত্রী ও ছেলে সংবাদ সম্মেলনে জানান, রিভিউ আবেদনের অধিকার রয়েছে।
    রোববার আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে মৃত্যুপরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল ।সংখ্যাগরিষ্ঠ মতামতে কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।

    উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন,এবং গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ।