আফ্রিকায় ২বাংলাদেশি মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা

    0
    220

    আমার সিলেট  24 ডটকম,০২নভেম্বরঃ দক্ষিণ আফ্রিকায় গত বৃহস্পতিবার ২ বাংলাদেশি মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ও গত শনিবার সশস্ত্র হামলায় দেশটিতে ৩ বাংলাদেশি নিহত হয়েছিল।জোহানেসবার্গের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানসিটি শহরে নিহতদের দোকান থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের একজনের বয়স(২৬) এবং অন্যজনের (২৭)। তবে নিহতদের পরিচয় এখনো  জানায়নি আফ্রিকান পুলিশ ।পুলিশ মুখপাত্র থুলানি নগুবানে জানান, হাতুড়ির মতো ভারি কিছু দিয়ে তাদের পিটিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তাদের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং  তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের সঙ্গে যে তৃতীয় ব্যক্তিটি কাজ করতেন ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই ব্যক্তি জীবিত আছেন, না মারা গেছেন সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।ওই দুই বাংলাদেশিকে কী কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পুলিশ বলছে, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক দাঙ্গার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই।উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে মাত্র চার দিনের দাঙ্গায় সোমালিয়ান অভিবাসীদের মালিকাধীন দেড়শ র বেশি দোকান লুটপাট হয়।এর আগে গত শনিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আরো তিন বাংলাদেশি দোকানদার নিহত হয়েছিলেন। সশস্ত্র ডাকাতদের গুলিতে তারা প্রাণ হারান বলে বাংলাদেশি হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে দু জনের নাম জানা গেছে। তারা হলেন, সেলিম দেওয়ান ও ফারুক আহমেদ। তারা লক্ষীপুর জেলার অধিবাসী।