আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে সিলেটে গুমের বিরুদ্ধে কর্মসূচী

    1
    641

    আমারসিলেট24ডটকম,৩১মেঃ গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ ২০১৪ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, র‌্যালী ও সচেতনতা মূলক নানা বিষয় রয়েছে। গতকাল শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে এক আলোচন সভার আয়োজন করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো- অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে মানবাধিকার কর্মী মোহাম্মদ শাহআলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসেন, আলী আহসান হাবীব, এডভোকেট সত্যজিত কুমার দাস, আমিনুল হক, মোঃ জুনায়েদ আহমদ, মোঃ আব্দুস সালাম, জুনেদ আহমদ, এডভোকেট কুলসুমা বেগম (পপি), খোরসেদ আহমদ, মোঃ আইয়ুব খান, মোঃ আব্দুল আহাদ, মোঃ ইনামুল হক, মো ঃ হোসাইন আহমদ মোঃ আরিফুর রহমান, নুসরাত জাহান নাদিরা, সাব্বির আহমদ প্রমুখ। সভায় বক্তারা গুমের বিরুদ্ধে স্বচ্ছার হওয়ার আহব্বান জানান । আজ সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে কোট পয়েন্টে গিয়ে শেষ হবে।