বাংলাদেশ ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবেঃপ্রধানমন্ত্রী

    0
    288

    আমারসিলেট24ডটকম,০১মার্চঃ ভূরাজনৈতিক কারণেই বাংলাদেশের জলসীমা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জলসীমা রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে। কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই নয়, বরং আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও বাংলাদেশের নৌবাহিনী ভূমিকা রাখবে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নেভাল বার্থে চীন থেকে আনা যুদ্ধজাহাজ আবু বকর ও আলী হায়দারের কমিশনিং উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে এসব কথা বলেন।
    প্রধানমন্ত্রী  আরও বলেন, এ বছরেই ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হবে। আর এর মধ্যে দিয়েই বঙ্গোপসাগরে বাংলাদেশ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে।
    অন্যদিকে আজ শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটিতে পৌঁছান। সেখান থেকে তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন সহিংসতায় হতাহত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। আজ বিকালে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর জনসমাবেশে ভাষণ দেয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছেন