আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল আমেরিকা

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ আগস্ট: মার্কিন বিমান বাহিনী ক্যালিফোর্নিয়ার ঘাটি থেকে মিনিটম্যান ৩ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মিনিটম্যান ৩ একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরীক্ষার সময় এতে কোনো অস্ত্র ছিল না বলে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে।

    লস অ্যাঞ্জেলসের উত্তরপশ্চিম উপকূলের ভেনডেনবার্গ বিমান বাহিনী ঘাটি থেকে মিনিটম্যান ৩ ছোড়া হয়েছে। ৬৭৫০ কিলোমিটার দূরের প্রশান্তমহাসাগরের ওয়াজালিন অ্যাটোল দ্বীপের কাছে  একটি  লক্ষ্যবস্তুতে নির্ভূল ভাবে আঘাত করেছে এটি।

    মার্কিন কর্মকর্তারা বলেছেন, মিনিটম্যান ক্ষেপণাস্ত্র কর্মসূচীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ পরীক্ষা চালানো হয়। এ ছাড়া, এর দ্বারা মার্কিন শত্রুদেরও একটি বার্তা দেয়া হয়েছে বলে জানান তারা। irna