আদিবাসী ছাত্র পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০অক্টোবরঃ আদিবাসী ছাত্র পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২০ অক্টোবর ২০১৫ মঙ্গলবার, সকাল ১১ টায় গণকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

     আলোচনা সবায় সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যাকোব এক্কা। সভা স ালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিরি সাধালন সম্পাদক মিঠুন কুমার উরাও । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এছাড়্ওা সভায় বক্তব্য প্রদান করেন আদিবাসী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, সহ-সভাপতি মহাদেব রবিদাস, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক চ ল মাহাতো, সাতক্ষীরা জেলার প্রচার সম্পাদক তরুন কুমার মুন্ডা,

    ২০০৮ সালের ২১ আক্টোবর  থেকে সমতল আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আদিবাসী ছাত্র পরিষদ আদিবাসী শিক্ষার্থীদের অধিকারসহ আদিবাসী জনগণের অধিকার আদায়ে প্রতিষ্ঠালগ্ন থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আদিবাসী ছাত্র পরিষদ বিশ্বাস করে শিক্ষার্থী তথা তরুন সমাজই আদিবাসীদের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করতে পারে। আদিবাসীদের এই প্রাণপ্রিয় ছাত্র সংগঠনকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল আদিবাসী শিক্ষার্থীদের সংগঠনের পতাকা তলে আসার আহ্বান জানাচ্ছে।

    আলোচনা সভায় বক্তার বলেন, উত্তরা লের একমাত্র অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আদিবাসী ছাত্র পরিষদ ব্যাপক পরিচিতি লাভ করেছে। আদিবাসী ছাত্র পরিষদ মনে করে সংগঠিত ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আদিবাসী শিক্ষার্থীদের দাবি আদায় করা সম্ভব। বিভেদ নয় বরং বিভেদকে জয় করে সকল আদিবাসী শিক্ষার্থীদের এক মে  থেকে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগীতায় গড়ে উঠুক আদিবাসীদের মুক্তির স্বপ্ন।