আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন উপলক্ষে কর্মী সভা

    0
    299

    আমারসিলেট24ডটকম,১৪মার্চঃ আদিবাসী ছাত্র পরিষদের ৩য় কেন্দ্রীয় জাতীয় সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বেলা ১১ টায় গনকপাড়াস্থ নিজ কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    কর্মী সভায় সভাপতিত্ত্ব করেন  আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি উপেন রবিদাস, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম । সভার শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কর্মী সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা,থানা ও বিশ্ববিদ্যালয় থেকে আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন  আদিবাসী ছাত্র পরিষদের সহ- সভাপতি নিরঞ্জন পাহান, বিভূতী ভূষন মাহাতো, সহ- সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ,সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার উঁরাও, দপ্তর সম্পাদক ব্রজেন মাহাতো,নারী বিষয়ক সম্পদক সোনালী টপ্য, আন্তর্জাতিক সম্পাদক শিল্পী সরেন,ক্রীড়া সম্পাদক গোপাল রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলার সভাপতি সুধীর পাহান , চাঁপাই নবাবগঞ্জ জেলার সভাপতি অনিল এক্কা, দপ্তর সম্পাদক তরুন উঁরাও, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক যাকোব এক্কা, সাংগঠনিক সম্পাদক হেমন্ত মাহাতো,সহ- সাধারণ সম্পাদক মহাদেব রবিদাস, প্রচার সম্পাদক নকুল পাহান প্রমূখ ।এছাড়াও  সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাংস্কৃতিক সম্পাদক সাবিত্রী হেমব্রম, রাবির মৌসুমি কুজুর, রতিশ টপ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

    কর্মী সভায় বক্তারা আদিবাসী ছাত্র পরিষদের ৩য় কেন্দ্রীয় কাউন্সিল সফল করার জন্য জেলা ও থানা কমিটি পুনর্গঠন সহ বিগত কমিটির সাফল্য ব্যার্থতা মূল্যায়ন করা হয় । এছাড়াও সকলের সহযোগীতা ও মূল্যায়নে মাধ্যমে আদিবাসী ছাত্র পরিষদকে গতিশীল  করে এর পরিধি কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । পরে সম্মেলনকে সফল করার জন্য বিভিন্ন কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয় ।

    উল্লেখ্য আদিবাসী ছাত্র পরিষদের ৩য় কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৮-২৯ মার্চ তারিখে রাজশাহী পাবলিক লাইব্রেরী তে দুইদিন ব্যাপি কর্মসূচী অনুষ্ঠিত হবে ।