আদিবাসী ছাত্র পরিষদের সমতল অঞ্চলে কমিটি গঠন শুরু

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯অক্টোবরঃ আদিবাসী ছাত্র পরিষদের কার্যক্রমকে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে সমতল অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর থানা শাখার উদ্যোগে আজ  ৮ অক্টোবর ২০১৫ আদিবাসী ছাত্র পরিষদ রসুলপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

    নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী বিএম কলেজ মাঠে এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে পলাশ সরদারকে(উরাও) সভাপতি, রপন মুন্ডাকে(মুন্ডা) সাধারণ সম্পাদক ও সনজিত রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫ নং রসুলপুর ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

    সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিয়ামতপুর থানা শাখার আহ্বায়ক অজিত কুমার মুন্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার আদিবাসী নেতা মার্টিন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর কলেজ শাখার সদস্য শ্যামল পাহান প্রমুখ।

    আদিবাসী উধ্যুষিত নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় আদিবাসী ছাত্র পরিষদের কর্যক্রমকে গতিশীল ও বেগবান করতে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পাড়ইল, বালাতড়, ভাবিচা, পুঙ্গি, ছাতরা ও নিয়ামতপুর ইউনিয়নে কমিটি গঠন করা হবে।