আদিবাসীদের “ভূমি কমিশন” গঠনের দাবিতে রাজশাহীতে “লংমার্চ”

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩অক্টোবর : সোমবার ১২ অক্টোবর ২০১৫ তারিখে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগের ৮টি জেলা কমিটির যৌথসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সকাল ১১টায় গণকপাড়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে অঙ্গিকার করেছিল যে, ক্ষমতায় গেলে সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করে তাদের ভূমি রক্ষা করা হবে। কিন্তু ক্ষমতার ৭ বছর অতিবাহিত হতে চলেছে, অথচ সরকারের কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না ।

    তাই আদিবাসীদের প্রতি অঙ্গিকার সরকার যেন বাস্তবায়ন করে সেই দাবিতে আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২০১৫ তারিখে “ভমি কমিশন” গঠনের দাবিতে নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে “লংমার্চ” করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    উক্ত সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কোষাধক্ষ্য সুধীর তির্কী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রমানাথ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজ্বর, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী যুব পরিষদ সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জননেতা রফিকুল ইসলাম পিয়ারুল ।