আদালতের গাড়ি থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় আটক ১১

    0
    243

    আমারসিলেট24ডটকম,১৫মার্চঃ শুক্রবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা  পুলিশ।
    আটককৃতদের কাছ থেকে সাড়ে ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, যন্ত্রপাতি, ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আবার এদের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় অর্থ দিয়ে সহায়তাকারী ২ জেএমবি সদস্যও রয়েছে বলে একটি সুত্রে জানা গেছে।
    এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামাদিসহ জিতু ও আলামিন নামের ২ জেএমবি সদস্যকে আটক করেছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটকের পর রাতেই ঢাকায় নিয়ে আসে। এ ২ জন ওই ১১জনের মধ্যে কী না তা জানা যায়নি।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) এসি (মিডিয়া) আবু ইউসুফ এসব তথ্য নিশ্চিত করেছেন।ডিএমপি কার্যালয়ে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ডিবি জানিয়েছে।
    উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিব হাসান ও বোমারু মিজানকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির সশস্ত্র ক্যাডাররা এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে তাদের ছিনিয়ে নিয়ে যায়।