আত্রাইয়ে ১২৮বস্তা ত্রাণের চাল পাচারকালে চালসহ দুইজন আটক

    0
    213

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৪আগস্ট,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১২৮ বস্তা ত্রাণের চাল পাচারকালে চালসহ দুইজনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।বুধবার বিকেল ৫টার দিকে  ট্রলিযোগে চাল গুলো পাচারের সময় আত্রাই রেলওয়ে বাইপার (দক্ষিণ) থেকে আটক করা হয়।

    জানা যায়, গতকাল উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশিয়াবাড়ি বাজার থেকে ১২৮ বস্তা (প্রতিটিতে ৩০ কেজি করে) চাল বোঝাই ট্রলি আত্রাইয়ের দিকে আসতে থাকে। সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই ফিরোজ মিয়া ও এএসআই এনায়েত ফোর্সসহ অভিযান চালিয়ে চালসহ ট্রলি চালক উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌসের ছেলে পিন্টু (৩৫) ও হেলপার মোনাক্কার ছেলে বিপ্লবকে (১৮) আটক করেন।

    আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, চালের গায়ে তো লেখা নেই কিসের চাল, তবে ত্রাণের চাল মনে করেই আমরা আটক করেছি। তদন্ত করলেই বেরিয়ে আসবে কিসের চাল, কোথায় যাচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, ত্রাণের নয় বরং এগুলো ভিজিডির চাল।

    গতকাল ভোঁপাড়া ইউনিয়ন থেকে গ্রহিতারা এ চালগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে। যেহেতু সরকারী চাল ক্রয় বিক্রয় নিষিদ্ধ তাই এটি আটক করা হয়েছে।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানবক্সের সাথে একাধিকবার তার মোবাইল ফোনে (০১৭৩৩-৮৬৮১৫৩) যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ চাল আটক নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে।