আত্রাইয়ে আশা’র উদ্যোগে দিনব্যাপি নিরাপদ মাছ চাষ প্রশিক্ষণ

    0
    255

    নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাইয়ে বুধবার দিনব্যাপি আশা এনজিওর আয়োজনে নিরাপদ মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদৎ হোসেন ও রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান।

    আত্রাই উপজেলা কৃষি সম্প্রাসারন হলরুমে আশা জেলা ব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে আ লিক ব্যাবস্থাপক আত্রাই অজয় কুমার দাশ এর স লনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার এ্যসিস্টেন ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে রিজিওনাল ম্যানেজার (কৃষি) মোঃ সাইফুদ্দিন, এছারা আরো উপস্থিত ছিলেন আশা আত্রাই ব্রা ম্যনেজার নাহিদ হ্সান, মোঃ আঃ ছাত্তার, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

    প্রশিক্ষণে আত্রাই উপজেলার সকল ইউনিয়নের ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন।