আত্মহত্যা করার হুমকি দক্ষিণ কোরিয়ার ভিসা বঞ্চিতদের

    0
    142

    আমারসিলেট24ডটকম,২৮এপ্রিলআগামী ৫ জুনের মধ্যে ভিসা ইস্যু না হলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্টঅ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েআত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভিসা বঞ্চিতরা।

    আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেনতারা। সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার ভিসাবঞ্চিত শতাধিক কর্মী উপস্থিতছিলেন। কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ এ আন্দোলনকারীদের সংখ্যা ১৬৬১।ধারাবাহিকভাবে কর্মীদের ভিসা দেয়ার দাবিতে দীর্ঘ দিন তারা বিভিন্ন আন্দোলনকর্মসূচি পালন করে আসছিলেন।

    সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন মোঃ তোফাজ্জল হোসেন।তিনি বলেন, “২০১২ সালে কোরিয়া যাওয়ার জন্য ৩৬৬২জন রেজিষ্টারভুক্ত হলেও এখনপর্যন্ত ১৬৬১জন কোরিয়া যেতে পারেনি। অথচ নিয়ম বহির্ভুতভাবে ২০১৩ সালেরেজিষ্টারভুক্ত রা দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে।” তিনি রেজিষ্টারভুক্তকোরিয়া গমনেচ্ছু ভিসা বঞ্চিতদের দ্রুত কোরিয়া পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।

    তোফাজ্জল হোসেন বলেন, “নিয়মতান্ত্রিক সব আন্দোলনের পরও সরকার থেকে আমরাকোনো সহযোগিতা পাইনি। আগামী ৫ জুনের মধ্যে আমাদের ভিসা ইস্যু না হলেবোয়েসেল কার্যলয় ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে প্রয়োজনে আমরা আত্মাহুতিদেব।”