আত্মকর্মসংস্থানে প্রশিক্ষিত যুব মহিলাদের সমস্যা ও সম্ভাবনা

    0
    226

    বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত মহিলাদের নিয়ে আত্বকর্মসংস্থানে প্রশিক্ষিত যুব মহিলাদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ও মতবিনিময় সভা  ২৮ ডিসেম্বর সোমবার সুবিদবাজারস্ত অনন্যা ট্রেনিং একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।

    সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চাপ্টারের সাধারন সম্পাদক আব্দুস সামাদ নজরুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওমেন্স চেম্বারের সভাপতি মোছা: মিনারা বেগম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ প্রযুস এর প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নাসির সুজা, বাংলাদেশ ওমেন্স চেম্বারের সাধারন সম্পাদক ফরিদা আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অনন্যা ট্রেনিং একাডেমীর পরিচালক শামিমা ফেরদৌস চৌধুরী, শারমীন আক্তারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী বেবী আক্তার তান্নী, প্রশিক্ষনার্থীদের পক্ষে মেহজাবিন মালিক, তামান্না বেগম প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চাপ্টারের সাধারন সম্পাদক আব্দুস সামাদ নজরুল বলেন নারীদের উন্নয়ন ও অগ্রগতি ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়।

    নারী পুরুষদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে নারীদের অবদান অনস্বিকার্য। দেশের নারীরা যেভাবে এগিয়ে চলছে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

    সকল ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের অংশীদারিত্ব রয়েছে। কোন সমস্যাই বর্তমান সমাজে নারীদেরকে উন্নয়ন কর্মকান্ড থেকে পিছিয়ে রাখতে পারবেনা। বর্তমান প্রজন্মের মেয়েরা খুব আগ্রহের সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন নিয়ে যে নজির সৃষ্টি করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ন।

    আত্মকর্মসংস্থানে মেয়েদের কে আরো এগিয়ে আসতে হবে। তিনি সিলেট যুব উন্নয়ন পরিষদের এ ধরনের উদ্যোগকে চলমান রাখার আহব্বান জানান।