আতঙ্ক সৃষ্টির জন্যই টর্চার সেলের গুজবঃযোগাযোগমন্ত্রী

    0
    241

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর বাংলাদেশ আতঙ্ক ও গুজব তৈরির বিরাট কারখানা বলেছেন,যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী এ কথা বলেন।সরকার কোন টর্চার সেল বা স্কোয়াড গঠন করছে কিনা-এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ আতঙ্ক ও গুজব তৈরির বিরাট কারখানা, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কারণ টর্চার সেল বা স্কোয়াড গঠনের কোন পরিকল্পনা ও অহেতুক গ্রেপ্তাতারের পরিকল্পনাও সরকারের নেই।
    আতঙ্ক সৃষ্টি করার জন্যই টর্চার সেলের গুজব রটানো হচ্ছে এবং ঈদকে ম্লান করতেই এ গুজব।ঈদের পর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন দমাতে সরকার টর্চার স্কোয়াড গঠন করছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি।গত রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ বাহিনীতে সরকারের অনুগত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি টর্চার স্কোয়াড গঠন করা হয়েছে, আন্দোলন দমাতে এই স্কোয়াডের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
    পরিদর্শনকালে যাত্রীবাড়ী-গুলিস্থান ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পরিবহণ নেতারা।পরিবহণ নেতাদের আশ্বাস দিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নয়, তবুও এ বিষয়ে ওরিয়ন গ্রুপ, স্থানীয় সরকার মন্ত্রী বা প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।