আটাব নির্বাচনে বিজয়ীদেরকে সংবর্ধনা প্রদান

    1
    260

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১জুনএসোসিয়েশন অব ট্রাভেলস্ এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ২০১৫-২০১৭ সেশনের নির্বাচনে সিলেট অ লিক প্যানেলে আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশন মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ও আল-মহসিন এযার সার্ভিস এর স্বত্ত্বাধিকারী দেওয়ান রশু চৌধুরী সহ-সম্পাদক ও আশক ট্রাভেলস্ এর স্বত্ত্বাধিকারী ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. আব্দুল্লাহ ই.সি সদস্য পদে নির্বাচিত হওয়ায় গতকাল ১১ জুন বিকাল ৬টায় মার্কেটে সংবর্ধনা প্রদান করা হয়।

    সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন কিরণ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর লাল মিয়া, এয়ার গাইর্ড ইন্টারন্যাশনাল এর ম্যানেজার অশিত বাবু, অগ্রণী ট্রেডাস এর পরিচালক পান্না মিয়া, লাভলী টেলিকমের প্রোপ্রাইটর মোবাশ্বির আলী অপু, মহসিন টেলিনেটের প্রোপ্রাইটর তারেক উদ্দিন, প্রতিদিন ডিপার্টমেন্টাল ষ্টোর প্রোপ্রাইটর টিপু, এস.এ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাওঃ আশরাফ আহমদ, হাজী মনির উদ্দিন, এস.এম টেলিকম-২ এর প্রোপ্রাইটর মকবুল হোসেন, রাইদা আই.টি সেন্টার পরিচালক দেওয়ান টিপু চৌধুরী, কলি ইলেকট্রনিক্স এর প্রোপ্রাইটর মোঃ আব্দুল গফুর, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, হারিছ আহমদ, বেলাল আহমদ, আব্দুর রহমান, তুহিন আহমদ, আব্দুল হামিদ, খলিল আহমদ, বাহার উদ্দিন, শাহীন আহমদ, আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

    সংবর্ধনা প্রদানকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবী রেখে বলেন, সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আটাব সিলেট আ লিক নতুন কমিটিসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি। সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় সিলেটবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সিলেট থেকে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি এজেন্সীদেরকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সিলেটবাসীর স্বার্থে অনতিবিলম্বে ওসমানী বিন্দর বন্দর থেকে সরাসরি সকল আন্তর্জাতিক ফ্লাইট চালুর জোর দাবী জানান।

    সংবর্ধিত অতিথিবৃন্দ বলেন, আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আটাব একটি গতিশীল ও মান-মর্যাদাশীল সংগঠন হিসেবে সবাইকে সাথে নিয়ে গড়ে তুলবো এবং সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আটাব সিলেট আ লিক কমিটির সভায় আমরা আপনাদের এই দাবী উপস্থাপন করবো ইনশাআল্লাহ।