আজ ২ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

    0
    176

    আমারসিলেট24ডটকম,০১জুনঃ আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্যের জবাব দিতেই ফখরুলের এ সংবাদ সম্মেলন আয়োজন বলে মনে কেহ কেহ ধারনা করছেন।
    সম্প্রতি একটি ভাষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সরকার আরেকটু পচুক, আরেকটু পচলেই তারপর আন্দোলন’। এ বক্তব্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিই পচে গেছে। আমাদের পচার প্রশ্ন আসছে কোথা থেকে?’
    প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগে বুঝতে পারেনি বলেই নির্বাচনে আসেনি। এখন যখন দেখছে তাদের ভুল হয়ে গেছে তখন নতুন নতুন কথা বলছে। এছাড়া ‘বিএনপিকে এখন ফরমালিন দিয়ে তাজা রাখা হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
    সরকারের বৈধতা সংল্লিষ্ট এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বৈধতা নিয়ে যারা প্রশ্ন তুলেছে, তাদের বৈধতা কী ছিলো তার খোঁজ নিতে হবে। তিনি  আরো বলেন, জাতির পিতাকে হত্যার পর ক্যু করে ক্ষমতা দখলের পর যে দল গঠিত হয় তাদেরই বৈধতা প্রশ্নবিদ্ধ। যে দলের জন্মেরই বৈধতা নেই তাদের অন্যের বৈধতা-অবৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।
    বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলের অবৈধ পথের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার ক্ষমতার বৈধতার জন্য যে হ্যাঁ-না ভোট হয়েছিলো তার খোঁজ যারা জানেন (?) তারা জানেন সে সময়ে ‘না’ বাক্সের কোনো খবর ছিলো না, ‘হ্যাঁ’ বাক্স ছিলো ভরপুর(?)