আজ ১০ ট্রাক অস্ত্র মামলার এক্সামিনেশন হয়নি

    0
    243

    আমার সিলেট  24 ডটকম,০৭নভেম্বরঃ জামায়াতে ইসলামীর  নেতা মতিউর রহমান নিজামীকে চট্টগ্রামে হাজির না করায় আজ বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা (এক্সামিনেশন) হয়নি চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার। অস্ত্র মামলার ৩৪২ ধারায় আসামী নিজামীর পরীক্ষার দিন ধার্য ছিল আজ ।ঢাকায় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার দিন ধার্য থাকায় তাঁকে চট্টগ্রামে নেওয়া সম্ভব হয়নি। মামলার আসামি দোষী কি নির্দোষ, আত্মপক্ষ সমর্থনে তাঁর কোনো বক্তব্য আছে কি না, তা শুনানির শেষ পর্যায়ে যে প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, তাকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা (এক্সামিনেশন) বলা হয় আদালতের ভাষায় ।

    চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার আরেক  আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিনের আবেদন করা হলে আদালত আগামী কার্যদিবসে শুনানির দিন নির্ধারণ করেন। আদালত ১৯, ২০ ও ২১ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল১ এর বিচারক এস এম মুজিবর রহমান এ তারিখ ধার্য করেন। আজ বাবরসহ এ মামলার ১০ জন আসামিকে আদালতে হাজির করা হয়।