আজ শহীদ আসাদ দিবস

    0
    236

    আমারসিলেট24ডটকম,২০জানুয়ারীঃ  আজ শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদের নাম চির অমর হয়ে থাকবে। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশে পুলিশের গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ।
    ঊনসত্তরের গণ-আন্দোলনে শহীদ আসাদের রক্তের সিঁড়ি বেয়ে সেই আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুথানে। আইয়ুব সরকারের পতন হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে গণ-অভ্যুত্থানে জাগ্রত বাঙলি জাতি ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১’এর ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে।
    দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
    দিবসটি উপলক্ষে শহীদ আসাদ পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় জমায়েত, ৮টায় শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনাসভা।
    মুক্তিযুদ্ধ জাদুঘর আগামীকাল বিকেল ৪টায় জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন মাহফুজা খানম, শহীদ আসাদের ভাই অধ্যাপক এইচ,এম,মনিরুজ্জামান ও শহীদ মতিউরের বাবা আজহার আলী মল্লিক।