আজ পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা

    0
    241

    আমারসিলেট24ডটকম,২৫জানুয়ারীঃ আজ পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। নানা আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনাসহ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটের শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে এই পূজা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে অন্যতম এ উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ভক্তরা। সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
    বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে এ পূজা অর্চনা করে থাকে। বছরের মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যালাভের আশায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় সরস্বতী পূজা করে থাকে শিক্ষার্থীরা। পূজায় যেকোন ধরণের নাশকতা এড়াতে বিভিন্ন যায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে

    উল্লেখ্য, এ বছর প্রথমবারের মত জাতীয় সংসদ ভবনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।