আজ পবিত্র ঈদ-উল আযহা

    0
    395

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২সেপ্টেম্বর,আব্দুর রহমান শাহীনঃ রাত পোহালেই সারাদেশে একযোগে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল আযহা (কোরবানির ঈদ)। এই ঈদে চাঁদ দেখা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। কারণ তারিখ নির্ধারিত হয়েছে আগে থেকেই।সে অনুযায়ী ১০ জিলহজ্ব (২ সেপ্টেম্বর) শনিবার পবিত্র ঈদুল আযহা।

    ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। পশু কোরবানির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে প্রস্তুতি নিয়েছেন সারাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ। কোরবানির অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাৎ কুপ্রবৃত্তি পরিত্যাগ করা। কোরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের বহিঃপ্রকাশ ঘটবে।

    ওই কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা ও হযরত ইব্রাহিম (আঃ)’র মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়েই নিকটস্থ ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে পশু কোরবানি করা হবে।

    ঈদ-উল-আযহা (কোরবানির ঈদ) উপলক্ষে সারাদেশের প্রতিটি মুসলিম ঘরে ঘরে বইছে খুশির বন্যা। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে সবাই এখন ঘরমুখী। কোরবানির পাশাপাশি ঈদের জামাতের জন্য প্রস্তুত প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান। ঈদের নামাজ শেষেই কোরবানি করার বিধান রয়েছে। তাই দলে দলে ছোট-বড় সবাই এক সাথে আগে ঈদের নামাজের জামাতে শরিক হবেন।