আজ পবিত্র আশুরা পালিত

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪অক্টোবর,ফারুক মিয়া: আজ মহরম মাসের ১০ তারিখ। পবিত্র আশুরা। হিজরি ৬১ সনের এই দিনে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (দঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার  প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। এ ঘটনা ছাড়াও আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। হযরত মুসা (আঃ) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাদের পিছু নেয়া ফেরাউন স্ব-দলবলে নীল নদে  ডুবে যায়।

    বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেতনায় উজ্জল। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালা প্রান্তরে। পবিত্র আশুরা উপলক্ষে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও জিকির আসকার অনুষ্ঠিত হবে। ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে প্রকম্পিত হবে আকাশ-বাতাস।

    ইসলামের চতুর্থ খলিফা এবং নবী হযরত মুহাম্মদ (দঃ) এর জামাতা হযরত আলী (রাঃ) এর ভক্ত ও অনুসারীদের বিলাপে ভারি হবে আকাশ-বাতাস। চুনারুঘাট পৌর শহরে তাজিয়া মিছিল বেরা করা হবে। এ ব্যাপারে শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।