আজ নড়াইল মুক্ত দিবস:নানা কর্মসূচিতে দিনটি পালিত

    0
    273

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ডিসেম্বর,সুজয় কুমার বকসীঃ আজ নড়াইল মুক্তদিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলণ করা হয়। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও রূপগঞ্জ ওয়াপদায় গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতি স্তম্ভ,বধ্যভ’মি ও গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

    সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    বিকালে জেলা শিণ্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।