আজ নৌবিহারে চাঁদপুর যেতে পারেন প্রধানমন্ত্রী

    0
    219

    আমারসিলেট24ডটকম,২৯মার্চঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন প্রকার কর্মসূচি ছাড়াই আজ শনিবার নৌবিহারে চাঁদপুর যাচ্ছেন। আজ বেলা সাড়ে ১১টায় মতলব উত্তরের মেঘনা নদীর মোহনপুর ঘাটে তিনি কিছু সময়ের জন্য অবস্থান করবেন বলে দলীয় একটি সূত্রে  এই তথ্য জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নৌবিহারকে আরো আকর্ষণীয় করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  গত বৃহস্পতিবার থেকে মতলব উত্তরে অবস্থান করছেন বলে ও জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনের সময় দলীয় নেতাকর্মীদের নদীপাড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে স্বাগত জানাতে আহ্বান জানিয়েছেন ত্রাণমন্ত্রী।
    দলীয় সূত্রমতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুরোধে প্রধানমন্ত্রী ঢাকার সদরঘাটে বিআইডব্লিউটিএর একটি জাহাজ উদ্বোধনের পর ওই জাহাজেই মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাটে আসবেন। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে  এখনো কিছু জানা যায়নি।
    পুলিশ সুপার মোঃ আমির জাফর  এর সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী চাঁদপুরের সীমানায় প্রবেশ করলেও শুধু মেঘনা নদীতেই অবস্থান করবেন। জাহাজ থেকে নেমে কোনো ধরনের কর্মসূচি তার নেই। তবে জাহাজে থেকেই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারেন বলে তিনি জানান।