আজ জাতীয় সংসদ বসছে: এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে

    0
    410

    ঢাকা, ২১ এপ্রিল : আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় বসছে নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে গত ৩ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট এ অধিবেশনের আহবান করেছেন। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও পাস করা হতে পারে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ইন্তেকালের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এডভোকেট অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

    আজ জাতীয় সংসদ বসছে: এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে
    আজ জাতীয় সংসদ বসছে: এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে

      
    সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে। আগামী ১৯ জুন ৯০দিন শেষ হবে। অবশ্য ইতোমধ্যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৯ এপ্রিল সংসদ ভবনে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন থেকে জানানো হয়, এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন।
    নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন গত ২৭ জানুয়ারি শুরু হয়ে ২৫ কার্যদিবস চলে গত ৬ মার্চ শেষ হয়। অধিবেশনের প্রথম দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন। পরে চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন। গত ৩০ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত মোট ২৩ কার্যদিবস ভাষণের ওপর আলোচনা হয়। ভাষণের ওপর ১৯১ জন সংসদ সদস্য মোট ৪৬ ঘণ্টা আলোচনা করেন। এর মধ্যে ১৮০ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ৬ জন, জাসদের ৩ জন ও ওয়ার্কার্স পার্টির ২ জন রয়েছেন।
    এছাড়াও ১৬তম অধিবেশনে ২৪টি বিলের মধ্যে ১৩টি বিল পাস হয়েছে। ৭১ বিধিতে ২২৪টি নোটিশের মধ্যে ১২টি নোটিশ গ্রহণ করা হয়। এর মধ্যে ৬টি নোটিশ আলোচনা করা হয়। ৭১ক বিধিতে মোট ৪৫ নোটিশের ওপর আলোচনা হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২০৩টি প্রশ্নের মধ্যে ৬৯টি প্রশ্নের উত্তর দেয়া হয়। মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ৪ হাজার ১৪৪টি প্রশ্নের মধ্যে ২ হাজার ৪৬৯টির প্রশ্নের জবাব দেয়া হয়। এছাড়া কয়েকজন মন্ত্রী সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি প্রদান করেন।