আজ এসএ টিভিতে ইরানি ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’

    0
    395

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭নভেম্বরঃ আজ থেকে বাংলাদেশের বেসরকারি চ্যানেল এসএ টিভিতে ইরানি ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’-এর সম্প্রচার শুরু হচ্ছে। পবিত্র কুরআনের সূরা ইউসুফের আলোকে নির্মিত ইরানি ধারাবাহিকটির প্রথম পর্ব দেখা যাবে আজই বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে।

    প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ দিন ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচারিত হবে।  ফার্সিতে এ ধারাবাহিকের নাম হচ্ছে ‘ইউসুফ পয়গম্বর’। এর আগে এ ধারাবাহিকটি লেবানন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচারিত হয়েছে বলে জানা গেছে।

    ইউসুফ-জুলেখা ধারাবাহিকে হজরত ইউসুফ (আ.)’র জীবনের নানা ঘটনা স্থান পেয়েছে। ইয়াকুব (আ.)’র সময়কার সামাজিক অবস্থা থেকে শুরু করে হজরত ইউসুফ (আ.)’র জন্ম, সহোদরদের হিংসা-বিদ্বেষ, কূপে নিক্ষেপ, যৌবনে মহাপরীক্ষা, অভিজাত মহিলাদের সমাবেশে ইউসুফ (আ.)’র উপস্থিতি, জুলেখার নানা অনৈতিক তৎপরতা, মহিলাদের উসকানি, অর্থমন্ত্রীর দায়িত্বলাভ, জুলেখার পাপের প্রায়শ্চিত্ত এবং অবশেষে ইউসুফ-জুলেখার বিয়েসহ নানা রোমান্টিক ও শিক্ষণীয় ঘটনায় ভরপুর এ ধারাবাহিক।