আজমীর শরীফে শিবসেনার হামলার প্রতিবাদ

    0
    274

    “আজমীর শরীফকে নিয়ে কোন ষড়ষন্ত্র বরদাশত করা হবে না-জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জানুয়ারীঃ   হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.)’র হাত ধরে এই উপমহাদেশে ইসলামের জাগরণ ঘটেছে। তিনি এ উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট। তাঁর মাযার শরীফ কেবল ভারতবাসীর কাছেই নয়, উপমহাদেশের সকল জাতি ধর্ম-বর্ণের মানুষের প্রাণকেন্দ্র আধ্যাত্মিক তীর্থভূমি। তাই বাবরী মসজিদের মত আজমীর শরীফ দখল কিংবা ভেঙ্গে ফেলার দুঃসাহস কখনোই বরদাশত করা হবে না।

    ভারতের আজমীর শরীফে অবস্থিত হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর হাজার বছরের ঐতিহ্যবাহী দরগাহকে ‘হিন্দু মন্দির’ বলে উগ্র হিন্দুত্ববাদী  সংগঠন‘শিবসেনা হিন্দুস্তান’ উস্কানিমুলক দাবীর প্রতি জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.) ও মহাসচিব এস.এম.মাসুম বাকী বিল্লাহ’র পক্ষে এক বিবৃতিতে পরিষদের সমন্বয়ক ইমরান হুসাইন তুষার তীব্র নিন্দা জানান।

    নেতৃবন্দ বিবৃতিতে বলেন- এই উপমহাদেশের সকল ধর্মের মানুষের সম্প্রতির প্রতীক ভারতের আজমীর শরীফে অবস্থিত হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর দরগাহ শরীফ। শিবসেনার এই ঘোষনা সেই সম্প্রীতির প্রতি অবমাননা ও হুমকি। তাই ভারত সরকারের উচিত শান্তি-সম্প্রীতি সুরক্ষার জন্য এদের প্রতিরোধ করা।