আজও জাতীয় সংসদ বসছে

    0
    216

    আমার সিলেট  24 ডটকম,০৪নভেম্বরঃ ৫দিন মুলতবি থাকার পর আজ নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বিকেলে আবার বসছে। গত ২৮ অক্টোবর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশন উপলক্ষে কার্যউপদেষ্টা কমিটির প্রথম সভায় চলতি অধিবেশন গত ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু গত ২৩ অক্টোবর সংসদ কার্যউপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১৯তম অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
    এদিকে চলতি অধিবেশনে গ্রাম আদালত (সংশোধন) বিল- ২০১৩, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল- ২০১৩, শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহৃত সরঞ্জামাদি (বিপণন, নিয়ন্ত্রন ইত্যদি) বিল- ২০১৩, বাংলা একাডেমি বিল- ২০১৩, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) বিল- ২০১৩, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল- ২০১৩ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল- ২০১৩ , নিরাপদ খাদ্য বিল- ২০১৩ পাশ গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিলসহ বেশ ক’টি সরকারি ও ২টি বেসরকারি বিল পাস করা হয়েছে। বেসরকারি বিল দু’টি হলো পিতা-মাতার ভরণপোষণ বিল- ২০১৩ ও নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারন বিল- ২০১৩ ।