আগুনে পুড়ে মৃত্যুঃখালেদাসহ ৪জনের বিরুদ্ধে প্রতিবেদন

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮জুনহরতাল-অবরোধের সময় আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্যে করেছেন আদালত।

    বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মারুফ হোসেনের আদালত নতুন এই দিন ধার্যি করেন।  এদিন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন নির্ধারণ ছিল।মামলার অন্য তিন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

    গত ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হয়।

    এসব ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে এ হত্যা মামলা করেন। পরে একই আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।সুত্রঃনতুন বার্তা