হাটহাজারীতে ২০মার্চ ফুটন্ত ফুলের আসরের উদ্যোগে সভা

    0
    433

    আগামী ২০ মার্চ ফুটন্ত ফুলের আসরের উদ্যোগে খাজা আজমিরী (রহঃ) ও ইমাম শেরে বাংলা (রহঃ)’র অবদান শীর্ষক আলোচনা সভা ফুটন্ত ফুলের আসর হাটহাজারী উপজেলার উদ্যোগে হাটহাজারী জাগৃতি অডিটোরিয়াম হলে আগামী ২০ মার্চ বুধবার বেলা ২টা হতে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে খাজা মহিউদ্দীন চিশতী আজমিরী (রহঃ) ও সুন্নিয়ত প্রচার ও প্রসারে ইমাম আজিজুল হক শেরে বাংলা (রহঃ)’র অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারী দারুল মদিনা একাডেমীরর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। উদ্বোধক থাকবেন ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল কলেজের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী সৈয়দ মুহাম্মদ আবু আজম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী উপজেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা, আল-আমিন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ সেকান্দর মিয়া, ফতেপুর ইউনিয়ন কাজী মাওলানা আব্দুল করিম কাদেরী, ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন তাহেরি, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান শায়ের মাছুমুর রশিদ কাদেরী, ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাদেরী, জাগৃতির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম সাইফু।

    উক্ত আলোচনা সভায় সকলকে উপস্থিত হয়ে সফল করার জন্য ফুটন্ত ফুলের আসর হাটহাজারী উপজেলা সভাপতি মুহাম্মদ শফিউল আলম বিশেষভাবে আহবান জানান।