আগামী ২সেপ্টেম্বর শনিবার দেশে পবিত্র ঈদুল আযহা

    0
    390

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৪আগস্ট,ডেস্ক নিউজঃ আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারাদেশে পবিত্র কোরবানির ঈদ ঈদুল আযহা উদযাপিত হবে।বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
    ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৮ হিজরি সনের যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা করা হবে।

    চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অপরদিকে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। সে হিসাবে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগের দিন অর্থাৎ ৩১ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ্জ।