আগামী নির্বাচনে আ’লীগ পুনরায় সরকার গঠন করবেঃইমরান

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর প্রতিনিধিঃ সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন আগামী নির্বাচনে আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করবে। আওয়ামীলীগ ক্ষমতায় অাসার পর বাংলাদেশের যে উন্নয়ন করেছে জনগণ সে জন্য আবারও আওয়ামীলীগকে ভোট দেবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে এই সরকার কাজ করছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগ সরকারই দিয়েছে। তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছেন। নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য তিনি আহবান জানান। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, এ.এস.পি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান মেম, আতাউর রহমান বাবুল, আবুল হাসনাত চৌধুরী, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, শাহীনুর রহমান, যুবলীগ নেতা সুমন আহমদ, নিক্সন রায়, ছাত্রলীগ নেতা পাপলু দে, শাহীন আহমদ, মাহবুবুর রহমান সবুজ, মইনুল ইসলাম ভীর।
    অপরদিকে ভোর ৬.৩১ মিনিটে সূর্ষউদয়ের সাথে সাথে জৈন্তাপুর বাস ষ্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা বিজয় স্তম্বে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়৷ পুষ্পস্তবক অর্পন করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর পুলিশ প্রশাসন, জৈন্তাপুর প্রেসক্লাব, বাংলাদেশ অাওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্টান, বিভিন্ন বিদ্যালয় সমুহ পুষ্পস্তবক অর্পন করে৷