আগামীকাল একুশে গ্রন্থমেলা শুরুঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    0
    203

    আমারসিলেট24ডটকম,৩১জানুয়ারীঃ আগামীকাল ১৯ মাঘ, পহেলা ফেব্রুয়ারি শনিবার শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা পরিদর্শনে যাবেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। অনষ্ঠান পরিচালনা করবেন অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।
    গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৩ প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদারকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হবে। অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত বিবর্তনমূলক বাংলা অভিধান মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
    এবারের গ্রন্থমেলা সদ্যপ্রয়াত ভাষাসংগ্রামী, লেখক-গবেষক, বাংলা একাডেমির ফেলো, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণে উৎসর্গ করা হয়েছে।