আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ’র নেতৃত্বে

    0
    272

    চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জুলুস কাল

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪ডিসেম্বর,মুহাম্মদ ফয়সাল শরীফ, চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামীকাল পবিত্র ১২ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ নূর নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ (দ.) এই পৃথিবীতে শুভাগমন করায় উম্মতগণ খুশি উদযাপনের লক্ষ্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১২ আউলিয়ার শহর নামে পরিচিত চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হবে।

    আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র তত্ত্বাবধানে জুলুছে নেতৃত্ব দেবেন আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, মূর্শিদে বরহক, হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)। সাথে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল (দ.) শাহাজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মাঃজিঃআঃ)।

    কাল শুক্রবার সকাল ৮টায় বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুছ বের হবে। বিবিরহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, সিরাজউদদৌলা রোড হয়ে আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, গণি বেকারি প্রদক্ষিণ করে পুনরায় চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা মাঠে সমাবেশ, আলোচনা সভা ও জুমার নামাজের পর মুনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

    শুক্রবার জুমার নামাজের কারণে জুলুছে সড়ক প্রদক্ষিণ পরিসর ছোট করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকরা আশা করছেন এবার ৩০ লক্ষাধিক নবী প্রেমিক মুসলমানগণ জুলুছে অংশ নেবেন।