আইজিপি কাপ যুব কাবাডির সেমিফাইনালে চুনারুঘাট-নবীগঞ্জ  

    0
    280

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮অক্টোবরঃ এক সময়ের গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কাবাডিকে এখনও যে মানুষ ভুলেনি, তা আবারও প্রমাণ হয়েছে চুনারুঘাট ডিসি স্কুল মাঠে। জনতার ঢল আর পরতে পরতে উত্তেজনায় গত শনিবার বিকেলে সেখানে অনুষ্ঠিত হণ আই জি পি আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের শেষ দুটি খেলা। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সি.পি বাংলাদেশ কোং লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার দুটি খেলায় জয়লাভ করেছে স্বাগতিক চুনারুঘাট উপজেলা ও নবীগঞ্জ উপজেলা। প্রথম খেলায় অংশ নেয় স্বাগতিক চুনারুঘাট ও মাধবপুর উপজেলা।

    শুরুতেই মাধবপুর এগিয়ে গেলেও দর্শকদের উৎসাহ আর প্রাণপণ লড়াইয়ে খেলায় ফিরে আসে চুনারুঘাট। শেষ পর্যন্ত তারা ৩০-২৬ পয়েন্টে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় নবীগঞ্জ উপজেলা সহজেই ৩১-২০ পয়েন্টে বাহুবল উপজেলাকে পরাজিত করে। বানিয়াচং এ ১ম সেমিফাইনালে লড়বে বানিয়াচং বনাম চুনারুঘাট উপজেলা। সোমবার নবীগঞ্জ উপজেলায় ২য় সেমিফাইনালে লড়বে হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলা। খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।

    প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট আকবর হোসাইন জিতু, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী,  জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, এস.আই আবু আব্দুল্লাহ জাহিদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামাল হোসেন লিটন, আব্দুল হাই প্রিন্স, দৈনিক নতুন দিন এর প্রতিনিধি সাংবাদিক ফারুক মিয়া। খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, নুরুল আমিন, লিটন ও জসিম।