আইএস ও ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে:হিজবুল্লাহ

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম ১৫আগস্টঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, উগ্র তাকফিরি গোষ্ঠী এবং ইহুদিবাদীরা পরাজিত না পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে।তেহরানে জুমার নামাজে তিনি বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী(আইএস) গোষ্ঠী এবং ইহুদিবাদীরা চূড়ান্তভাবে পরাজিত না পর্যন্ত হিজবুল্লাহর লড়াই অব্যাহত থাকবে।

    মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল সরকারের হুমকি মোকাবেলায় হিজবুল্লাহর ভূমিকার কথা উল্লেখ করে শেখ কাশেম বলেন, যদি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ না থাকত তাহলে লেবাননের আশপাশে ইসরাইল তার আধিপত্যের থাবা বিস্তার করত।

    লেবানন এবং সিরিয়ার জনগণের পাশাপাশি ইসলামকে রক্ষার জন্য হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

    এছাড়া, ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে শক্তিশালী রাষ্ট্র আখ্যায়িত করে পরমাণু অধিকার রক্ষায় তেহরানের দৃঢ় ভূমিকার প্রশংসা করেন হিজবুল্লাহর এই নেতা।

    তিনি আরো বলেন- ধৈর্য, চেষ্টা এবং প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই সক্ষমতা অর্জন করার পাশাপাশি পরমাণু ইস্যুতে ইরান তার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এ অঞ্চলের প্রতিক্রিয়াশীল দেশগুলোর মোকাবেলায় ইরান অন্য কয়েকটি দেশের সঙ্গে একযোগে কাজ করছে বলেও উল্লেখ করেন হিজবুল্লাহর এই নেতা।ইরনা